মানুষের জন্য, সমাজের জন্য

ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর মূল লক্ষ্য হলো দেশব্যাপী স্বেচ্ছাসেবীদের একটি শক্তিশালী ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা

আমাদের সম্পর্কে

আমাদের কথা

সমাজসেবার অঙ্গীকারে উজ্জীবিত, শিক্ষিত ও নিবেদিতপ্রাণ কয়েকজন তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২০১২ সালের ৫ই অক্টোবর যাত্রা শুরু করে “ভলান্টিয়ার বাংলাদেশ”। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

খুব অল্প সময়ের মধ্যেই “ভলান্টিয়ার বাংলাদেশ” মানুষের আস্থার সংগঠনে পরিণত হয়। সংগঠনের কার্যক্রম দেখে দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী ও কর্মজীবী মানুষ অনুপ্রাণিত হয়ে সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করছে।

দেশ-বিদেশের বিপুল জনগোষ্ঠী এখন “ভলান্টিয়ার বাংলাদেশ”-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে—একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে।

বর্তমানে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে “ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট” নামে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হয়েছে এবং ভবিষ্যতে সব কার্যক্রম ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হবে।

 

 প্রতিষ্ঠাতা ও নীতিমালা

সংগঠনের প্রতিষ্ঠাতা ও গঠনতন্ত্র সম্পর্কে সারসংক্ষেপ এখানে দেখানো হবে — আনুষ্ঠানিক নথি ডাউনলোড করা যাবে।

লক্ষ্য ও উদ্দেশ্য:

ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর মূল লক্ষ্য হলো দেশব্যাপী স্বেচ্ছাসেবীদের একটি শক্তিশালী ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে দেশের তরুণ সমাজ মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

 
  • ১: সারাদেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা এবং অসহায় রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা।
  • ২: দেশের উদ্যমী ও উজ্জীবিত তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের দক্ষতা, যোগ্যতা ও নেতৃত্ব গড়ে তোলা।
  • ৩: শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করা।
  • ৪: সমাজে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা।
  • ৫: সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
  • ৬: দুর্যোগকালীন সময়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।
  • ৭: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।
  • ৮: মাদকবিরোধী সচেতনতা কর্মসূচির মাধ্যমে মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে সমাজের সকল স্তরের মানুষকে বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা।
  • ৯: বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
  • ১০: সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, সেবামুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
 
সদস্যপদ

সদস্য হবার নিয়ম ও অনলাইন রেজিস্ট্রেশন।

ভলান্টিয়ার

আপনি কিভাবে ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পারেন তা এখানে জানান।

গ্যালারি

মিডিয়া কভারেজ

পত্রিকা, টিভি ও অনলাইন নিউজ

The Daily News
Community health camp success
TV One
Flood relief activities highlighted
Online Portal
Education kits for rural schools

নোটিশ বোর্ড

সভা, মিটিং ও গুরুত্বপূর্ণ ঘোষণা

এক্সিকিউটিভ মিটিং – ২৮ আগস্ট, ২০২৫
সাধারণ সভা – ১০ সেপ্টেম্বর, ২০২৫
ভলান্টিয়ার ওরিয়েন্টেশন – ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ডোনেট করুন

বিকাশ, নগদ অথবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে অনুদান দিতে পারেন।

 

0 1970-534363

নগদ

অ্যাকাউন্ট: 0 1970-534363

Islami Bank Bangladesh PLC 

Account Name: Volunteer Bangladesh Trust 

A/C NO: 20502070100740916 

Routing No: 125264639

Swift Code: IBBLBDDH

BRANCH: Uttara

সহযোগী সংগঠন

জাতীয় ও আন্তর্জাতিক অংশীদার

logo volunteerbd trustPartner 1
logo volunteerbd trustPartner 2
logo volunteerbd trustPartner 3
logo volunteerbd trustPartner 4
logo volunteerbd trustPartner 5
logo volunteerbd trustPartner 6
যোগাযোগ
ঠিকানা: এইচ এম প্লাজা (১২ তলা), রুম নং ০৩, রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকা।
ফোন: +880 1970-534363
ইমেইল: info@volunteerbd.org
Scroll to Top